ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জবিতে শিল্পকর্ম প্রদর্শনীর পুরস্কার বিতরণ 

জবি সংবাদদাতা

প্রকাশিত : ১৬:৪৮, ৩০ অক্টোবর ২০২২

Ekushey Television Ltd.

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হয়েছে। তৃতীয় বারের মতো বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ এই অনুষ্ঠানের আয়োজন করেছে। রোববার (৩০ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে চারুকলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. বজলুর রশীদ খানের সভাপতিত্বে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ৩ ক্যাটাগরিতে ৩ জন শ্রেষ্ঠ পুরস্কার এবং ৯ জন সম্মানসূচক পুরস্কার পেয়েছেন।

জানা যায়, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২০ অক্টোবর থেকে শুরু হয়ে ৩০ অক্টোবর পর্যন্ত এই শিল্পকর্ম প্রদর্শনী চলে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেন, আমাদের শিক্ষার্থীরা নানা সীমাবদ্ধতা কাটিয়ে সারা দেশে যে সফলতার স্বাক্ষর রাখছে তা প্রশংসনীয়। এভাবে নিজস্ব স্বকীয়তা বজায় রেখে এগিয়ে যাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামাল উদ্দীন আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় কলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, বিশিষ্ট শিল্প পৃষ্ঠপোষক প্রকৌশলী মাইনুল আবেদীন, চারুকলা ও কলা অনুষদের ডিন, শিক্ষকবৃন্দ এবং শিক্ষার্থীরা।

উল্লেখ্য, প্রদর্শনীতে ১৯৫ জন শিল্পীর ৩৪৫টি শিল্পকর্ম স্থান পায়। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি